৩০ অক্টোবর ২০২৫

বান্দরবানে ভ্রাম্যমান আদালতে অভিযানে ২টি হোটেলে জরিমানা

বান্দরবান প্রতিনিধি»

বান্দরবান কাচাঁ বাজারের দুই রেস্তোরাঁ হোটেল জামান ও হোটেল আল মদিনাসহ ২টি রেষ্টুরেন্টকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (২০ ফেব্রুয়ারী) বান্দরবান শহর কাচাঁ বাজারের অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে রান্না,পচা ও বাসি খাবার সংরক্ষণ, খাবারের মেয়াদ ও মূল্য তালিকা না থাকা সহ নানা অভিযোগে খাবারের হোটেল দুটিকে জরিমানা করা হয়।

এসময় বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে র‍্যাব ১৫ বান্দরবান এর কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম,স্যানেটারি পরিদর্শক মিথুন বড়ুয়া উপস্থিত ছিলেন।

অভিযানকালে ভ্রাম্যমান আদালত ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৫৩ ধারায় গিয়াসউদ্দিন মাস্টারের মালিকানাধীন হোটেল জামান কে ১৫ হাজার টাকা এবং আবু বক্করের মালিকানাধীন হোটেল আল মদিনা ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী বলেন, বান্দরবান জেলা একটি পর্যটন শহর হিসেবে সুপরিচিত।নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তা অধিকার সংরক্ষণে জেলা প্রশাসন এদ ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।র‍্যাব ১৫ বান্দরবান কোম্পানির সদস্যরা এসময় অভিযানে সহায়তা করেন।

আরও পড়ুন