২ নভেম্বর ২০২৫

মিরসারাইয়ে ১৯৩ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

মিরসরাই উপজেলার জোররগঞ্জে বিদেশি মদসহ সজল কুমার বৌদ্ধ (৪৭) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় জোরারগঞ্জের হাজিরসরাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সজল উপজেলার হাজিরসাই গ্রামের মৃত কুমোদ বৌদ্ধের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, জোরারগঞ্জের হাজিরসরাই এলাকায় মদ বিক্রির জন্য কিছু লোক অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালায় র‌্যাব। এ সময় সজল কুমার বৌদ্ধকে গ্রেফতার করা হয়। পরে তার সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১৯৩ বোতল বিদেশি মদ এবং ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণও জব্দ করা হয়েছে। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য সাড়ে ১৪ লাখ টাকা।

গ্রেফতার সজলকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয় বলেও জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ