৩০ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে স্কাউটস প্রতিষ্ঠাতার বিপি দিবস উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলায় বিশ্ব স্কাউটস প্রতিষ্ঠাতার জন্মদিন ও বিপি দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় খাগড়াছড়ি জেলা স্কাউট ভবনে বিপি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে খাগড়াছড়ি জেলা রোভার স্কাউট।

এসময় কেক কেটে স্কাউটস প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েল’র জন্মদিন উদযাপন করা হয়।

আলোচনা সভা ও জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মো. দুলাল হোসেন, কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম, রোভার স্কাউট লিডার প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা স্কাউট কমিশনার মোঃ ইমাম উদ্দিন, জেলা স্কাউট সম্পাদক দয়া শান্তি চাকমা, জেলা স্কাউট কোষাধ্যক্ষ আবু তৈয়ব প্রমুখ।

খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মো. দুলাল হোসেন স্কাউটস’র প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলকে স্বরণ করে বলেন, ‘আমরা স্কাউটস প্রতিষ্ঠাতার দেখানো পথে মানবিক কার্যক্রম বাস্তবায়ন করছি। এছাড়া রোভার সদস্যরা নিজের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি যেনো সমাজ, রাষ্ট্র ও স্রষ্টার প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারে সেদিকেও আমরা নজর দিচ্ছি।’

একই দিন খাগড়াছড়ি জেলা রোভারের আওতাধীন খাগড়াছড়ি সরকারি কলেজ, রামগড় সরকারি ডিগ্রি কলেজ, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, গুইমারা সরকারি কলেজ, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ, এবং চেঙ্গী মুক্ত রোভার স্কাউট গ্রুপ কর্তৃক স্কাউটের জনক এর জম্মদিন অর্থ্যাৎ বিপি দিবস উদযাপন করা হয়।

আরও পড়ুন