আন্তর্জাতিক ডেস্ক »
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনারা। খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, শহরে রুশ সামরিক যান প্রবেশ করেছে।
তার বক্তব্যের আগে একটি ফুটেজে দেখা গেছে, কিছু রাশিয়ান সামরিক গাড়ি উত্তর-পূর্ব শহরের রাস্তায় ঘুরছে।
এছাড়া রুশ সেনারা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে বলেও জানিয়েছেন ওলেগ সিনেগুবভ। এই পরিস্থিতিতে শহরের বাসিন্দাদের বাড়ির ভেতরেই অবস্থানের অনুরোধ জানিয়েছেন তিনি।
তার ভাষায়, বাড়ির বাইরে বের হবেন না। শত্রুদের সরিয়ে দিতে কাজ করছে ইউক্রেনের সেনারা। বেসামরিক মানুষকে রাস্তায় না বেরোনোর জন্য বলা হয়েছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি শহর রাশিয়ার দখলে চলে গেছে বলে জানিয়েছে ইউক্রেনের গণমাধ্যম।
রাশিয়ান সৈন্যরা এখন নোভা কাখোভকা বা নিউ কাখোভকা দখল করেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, এটি একটি ছোট শহর। কিন্তু কৌশলগতভাবে ডিনিপার নদীর তীরে অবস্থিত যা সরাসরি ক্রিমিয়ান উপদ্বীপের সঙ্গে চ্যানেল রয়েছে।
শহরটির মেয়র ভলোদিমির কোভালেঙ্কো বলেছেন, রাশিয়ান সৈন্যরা শহরের নির্বাহী কমিটি দখল করেছে এবং ভবন থেকে ইউক্রেনের সমস্ত পতাকা সরিয়ে নিয়েছে।
বিশ্লেষকরা উল্লেখ করেছেন, দক্ষিণ থেকে রাশিয়ার অগ্রগতি এখন পর্যন্ত সবচেয়ে সফল হয়েছে।













