৩০ অক্টোবর ২০২৫

বিয়ের পাত্রী দেখে ফেরা হলো না ওয়াহাবের, সড়কেই মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল ওয়াহাব (৩০) নামের বিদেশ এক ফেরত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই সময় বিয়ের পাত্রী দেখে ফিরছেন বলে জানা যায়।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বিবিরহাট আন্ডা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওয়াহাব (৩০) উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচান এলাকার পূর্ব পাড়ার মোহাম্মদ সৈয়দুল হকের পুত্র।

বিষটি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) মুহাম্মদ শহিদ। তিনি বলেন, ‘আহত অবস্থা রাত ৮ টার দিকে আব্দুল ওয়াহাব (৩০) নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করেন।’

হাসপাতালে আনয়নকারী রিমন মুটোফোনে বলেন, ‘মাগরিবের আযানের একটু আগে ৬টার দিকে আমি রাস্তার পাশে কাজ করছিলাম, এসময় শব্দ শুনে ফিরে দেখি মোরটসাইকেলসহ ওয়াহিদ ও তার এক বন্ধু আহত হয়ে পরে আছে। পরে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। ওয়াহাবের অবস্থা আশঙ্কাজনক বলে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার সময় গাড়িতে মারা যান তিনি।’

রিমন নিহত ওয়াহাবের বড় ভাইয়ের বরাতে আরও বলেন, ‘ওয়াহাব কিছুদিন আগে বিদেশ থেকে বিয়ে করার জন্য দেশে এসেছে। বন্ধুকে নিয়ে বিয়ে করার জন্য মেয়ে দেখতে বের হয়েছিল বিকেলে। সুয়াবিল থেকে পাত্রী দেখে ফেরার পথে এ ঘটনা ঘটেছে।’

এদিকে, সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার পশ্চিম সুয়াবিল লালমাটিয়াতে মোটরসাইকেলের ধাক্কায় মো: দুলামিয়া (৯৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন