হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারীর শিকারপুর এলাকায় দাঁড়াড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় আসিফ (২২) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নজুমিয়া হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ রাউজান উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নজুমিয়াহাট হামিদ শরিফ এলাকায় একটি কার্ভাডভ্যান রাস্তার পাশে দাড়াঁনো ছিল। রাউজানমুখী একটি প্রাইভেটকার দাঁড়ানো থাকা কার্ভাডভ্যানকে ধাক্কা দিলে কারের চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফ নামের ওই চালককে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দীন তালুকদার। তিনি জানান, হাটহাজারী থেকে আহত অবস্থায় ৬ জনকে আনা হয়েছে। তার মধ্যে আসিফ নামে এক যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।













