বিনোদন ডেস্ক »
বিয়ে ও মধুচন্দ্রিমা পর্ব শেষে অভিনয়ে ফিরেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। তবে চলচ্চিত্র নয়, আবারও তিনি ব্যস্ত হয়ে উঠেছেন ছোটপর্দার কাজ নিয়ে। নাম চূড়ান্ত না হওয়া একটি ঈদের নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে।
সোমবার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে নাটকের দৃশ্যধারণ। এটি পরিচালনা করছেন মাবরুর রশীদ বান্নাহ।
ছোটপর্দায় ফেরা নিয়ে মিম বলেন, ‘সিনেমায় ব্যস্ত হয়ে পড়লেও টিভি নাটকের প্রতি ভালো লাগা এতটুকু কমেনি। তাই ভালো গল্প, চরিত্র পেলে টিভি নাটকের জন্য আলাদা করে সময় বের করি। সামনে ঈদ, তাই দর্শক প্রত্যাশার কথা ভেবে আবার টিভি নাটকে অভিনয় করছি।’
মিমের নতুন এই নাটকে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা তাহসান খানকে। এর আগে তারা জুটি বেঁধে ‘হঠাৎ বিয়ে’, ‘তোমার পিছু পিছু’, ‘সে সময়ে তুমি আমি’, ‘ওল্ড ইজ গোল্ড’সহ আরও বেশ কিছু নাটক-টেলিছবিতে অভিনয় করেছেন।













