২৫ অক্টোবর ২০২৫

সীতাকুন্ডে চলন্ত বাসে আগুন

সীতাকুন্ড প্রতিনিধি»

ঢাকা চট্রগ্রাম মহাসড়কে সীতাকুন্ডের বাড়বকুন্ড এলাকায় সৌদিয়া পরিবহনের (ঢাকা মেট্রো ব-২৩-০০০১ নম্বারের) একটি চলন্ত বাসে আগুন ধরে গেলে কয়েক মিনিটের মধ্যেই বাসটি পুড়ে যায়। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর সোয়া ১২ টার দিকে বাড়বকুন্ড মুছা কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোঃসোহেল মেম্বার জানান, একটি বাস দাউ দাউ করে আগুনে পুড়ে যাচ্ছে একটি চা দোকানে বসা অবস্হায় দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্হলে যাই ও বাসের যাত্রী ও মালামাল নামানোর সহযোগীতা করি,মাল রাখার বক্সে ৮ টি ছাগল ছিল ছাগলগুলোও বের করে উদ্ধার করি,ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা আসার আগেই বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা সহ এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেন।

বাসের যাত্রী ব্যবসায়ী মোঃ আলী জানায়,বাসটি গত রাতে রংপুর থেকে ছেড়ে আসে,বাড়বকুন্ড বাজারে আসার পর কিসের গন্ধ অনুভব করছি,পিছনে কালো ধূয়া দেখতে পাই,বাড়বকুন্ড স্কুল বরাবর আসার পর এক ট্রাক ড্রাইভার বাসের চালককে আগুনের খবর বলে, চালক মুছা কলোনী এসে বাস থামালে আগুন দ্রুত পুরো বাস ছেয়ে যায়,মূহুর্তের মধ্যে বাসটি জ্বলে যায়,তবে স্কুলের ছাত্ররা সাহসিকতার সহিত পানি বালু ছিটকে আগুন নিয়ন্ত্রন করে,এর পরই সীতাকুন্ড ফায়ার সার্ভিস ঘটনাস্হলে পৌঁছে তারাও শেষ প্রর্যায়ে অগুন নেভাতে অংশ নেন।খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ ও উপস্হিত হয়।হাইওয়ে থানার ওসি নাজমুল জানায়,প্রাথমিক ভাবে ধারনা লং রাস্তায় যাতায়াতে যান্ত্রিক গরম হয়ে আগুনের সূত্রপাত হতে পারে,বাকিটা তদন্তে বের হবে।

আরও পড়ুন