২৫ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ডে সৈকতের পাড়ে যুবকের মরদেহ

বাংলাধারা প্রতিবেদন»

সীতাকুণ্ডে সাগরে ভেসে আসা হানিফ শেখ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুজিব শিপইয়ার্ডের পাশে উপকূলীয় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হানিফ শেখ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার হান্নান শেখের ছেলে।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকরাম উল্লাহ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করি। এসময় তার সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ পাওয়া যায়। পরে মরদেহের ছবি বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হলে মরদেহটি হানিফ শেখের বলে নিশ্চিত হই। হানিফ গত ১৮ মার্চ পতেঙ্গায় ডুবে যাওয়া জাহাজের নাবিক ছিল বলে জানতে পেরেছি।

আরও পড়ুন