২৪ অক্টোবর ২০২৫

রোয়াংছড়িতে বন সংরক্ষণে ‘আমার বন আমার জীবন’ মঞ্চস্থ

বান্দরবান প্রতিনিধি »

‘বন সংরক্ষণের অঙ্গিকার, টেকসই উৎপাদন ও ব্যবহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোয়াংছড়িতে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে ঙা তং ঙা আসই (আমার বন আমার জীবন) নাটকের মাধ্যমে বন রক্ষায় নাটক মঞ্চস্থ করেছে আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং সংস্থা।

সোমবার (২১ মার্চ) সকালে রোয়াংছড়ি বৌদ্ধ বিহারের সামনে আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং সংস্থা আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহী অনুপন।

দিবসটি উপলক্ষে মারমাদের ঐতিহ্যবাহী তবলা নিয়ে শুরু হয় স্থানীয় মারমা ভাষায় শিল্পীদের অভিনিত এই নাটক। নাটকে তুলে ধরা হয় পার্বত্য এলাকায় বন উজার, পাথর উত্তোলনসহ ঝিরি ঝর্ণাতে শুকিয়ে যাওয়ার অথৈই পানি। পার্বত্য এলাকায় কিছু অসাধু চক্রের কারণে পানি সংকট ও প্রাকৃতিক বৈচিত্র‍্যময় ধংসের মূল কারণ তুলে ধরেন রোয়াংছড়ি নাট্য কর্মীরা। নাটকের মধ্যে পাহাড়ের বসবাসরত আদিবাসীদের সচেতন, বন ও পরিবেশ রক্ষার করার জন্য শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

এসময় কমিউনিটি পার্টনারশীপ টু স্ট্রেনদেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট পোগ্রাম (কম্পাস) ইউএস ফরেস্ট সার্ভিস সহযোগিতায় ও ইউএসএয়াইডি অর্থায়নে আন্তর্জাতিক বন দিবসের উপলক্ষে স্থানীয় শিল্পীরা নাটকে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় কমিউনিটির উদ্যোগে আগামী তিন বছরে রোয়াংছড়ি উপজেলায় ১ হাজার হেক্টর অবক্ষয়িত বনাঞ্চলের বন পুনরুদ্ধারের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে এলাকার বন, বন্যপ্রাণীসহ প্রতিবেশ সেবা ফিরে আসবে বলে আশা করছেন আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং সংস্থা কর্মীরা।

অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আথুই মং মারমা, সদর ইউনিয়নের চেয়ারম্যান মেহ্লা অং মারমা, ৩৪৯নং ঘেরাও মৌজার হেডম্যান শৈসা অং মারমা, অরন্যক প্রকল্প ব্যবস্থাপক নিখিলেশ চাকমা, পোগ্রামার অফিসার মো. জাহিদ হাসান, তহজিংডং ফিল্ড ফেসিলিটেটর মংহলাছি, মংশৈচিং মারমা, থুইমং প্রু মারমা,ইয়ুথ কনজার্বেশন ক্রপস কো. অর্ডিনেটর হ্লাথুই প্রু মারমসহ বেসরকারী সংস্থা কর্মকর্তা ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন