২৪ অক্টোবর ২০২৫

রেহেনা মাহমুদ’র গদ্য কবিতা ‘গল্পটা ব্যর্থ’

রেহেনা মাহমুদ »

আমাকে ফুটবল ভেবে লাথি দাও
বুক বরাবর যেন গড়াতে গড়াতে চলে যাই
প্রতিপক্ষের গোলপোস্টে,
মিলে গেলেও যেতে পারে প্রতিপক্ষের বুকে
আশ্রয় ক্ষণিকের
অথবা, জয়ী হতে পারো তুমিও।

কেউ কেউ এভাবেই জিতে যায়—
অন্যের বুকে পেটে পিঠে লাথি মেরে।
তাদেরই পায়ের কাছে গুটিশুটি মেরে পড়ে রই।

অথর্ব জীবন আমার,
কারোতো উপকারে লাগুক।

জন্মাবধি মেরুদণ্ডহীন
সোজা হয়ে দাঁড়াতে শিখিনি
উভচরের মতো বুকে ভর দিয়ে নত হয়ে চলি,
শোণিত শীতল
চামচিকার ডাকেও চমকে উঠি,
অর্থহীন এ জীবন যখন
কারো পায়েরতো অন্তত কাজে লাগুক।

আরও পড়ুন