আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে এক দুবাই প্রবাসী পরিবারের ওপর প্রতিপক্ষ লোকজনের হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ৭ মার্চ প্রবাসী সবুজ কুমার শীলের ভাবী সুমী রানী শীল বাদী হয়ে চট্টগ্রাম চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয় দিলীপ কুমার শীল, আশীষ কুমার শীল, জিকু কুমার শীল ও বিজয় কুমার শীলসহ ১৬ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
আদালত ডিবি পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৫ মার্চ ডিবি পুলিশের তদন্তকারী কর্মকর্তা সরেজমিন ঘটনাস্থধল পরিদর্শনে আসবেন বলে জানা গেছে।
গত ২ মার্চ বটতলী মহাজন পাড়ায় এই হামলার ঘটনাটি ঘটে। ঘটনার পর ভুক্তভোগীরা স্থানীয়ভাবে কোনো বিচার না পেয়ে অবশেষে আদালতে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলার বটতলী মহাজন পাড়ায় প্রবাসী সবুজ কুমার শীল ও দিলীপ কুমার শীলদের মধ্যে ভিটে-বাড়ি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। প্রবাসী সবুজের পরিবার তাদের জায়গায় টিন দিয়ে ঘেরা দেয়। ঘটনার দিন দিলীপ কুমার শীলরা বহিরাগত লোকজন নিয়ে প্রবাসী সবুজ কুমার শীলের পরিবারের ওপর বিল্ডিংয়ের ছাদ থেকে এলোপাথাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় বহিরাগত লোকজন ঘরে ঢুকে দা-ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং নারীদের অত্যাচার চালায়। এসময় সবুজ কুমার শীল, তার ভাবী সুমি রাণী শীল, মা অমিতা প্রভা শীলসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।
ভুক্তভোগী প্রবাসী সবুজ কুমার শীল বলেন, ‘আমি কয়েক মাসের জন্য দেশে এসেছি। দেশে আসার পর থেকেই তারা পরিকল্পনা করতেছে আমাকেসহ আমার পরিবারকে কিভাবে হামলা করা যায়। ঘটনার দিন বহিরাগত লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেছে।’
অভিযুক্ত দীপু রাণী শীল বলেন, ‘আমাদের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এই ঘটনা ঘটেছে। বহিরাগত লোক নয় এরা সবাই আমাদের আত্মীয়-স্বজন। আমাদের সাথে ঘটনার কথা শুনে তারা এসেছেন।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি নূর আহমেদ বলেন, ‘আদালত কতৃৃক আনোয়ারার একটি মামলার তদন্ত ভার পেয়েছি। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে সবার মতামত নিয়ে প্রতিবেদন দাখিল করা হবে।’













