৩০ অক্টোবর ২০২৫

নতুন শিক্ষার্থীদের বরণ করে নিলো বান্দরবান কলেজ ছাত্রলীগ

বান্দরবান প্রতিনিধি »

‘শিক্ষা শান্তি প্রগতি- ছাত্রলীগের মুলনীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান কলেজে নবাগত ছাত্র ও ছাত্রীদের বরণ করে নিয়েছে বান্দরবান কলেজ ছাত্রলীগ।

অনুষ্ঠানে আগত নবীন শিক্ষার্থীরা প্রবেশের পর মুখরিত হয় কলেজ ক্যাম্পাস। পরে নবাগত শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে গোলাপ ফুলের মাধ্যমে বরণ করা হয়। এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার মাধ্যমে স্বাগতম জানানো হয় নবীন শিক্ষার্থীরদের।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক টিপু দাশ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীতের সবচেয়ে মূল্যহীন শিক্ষা। কেননা শিক্ষা জাতির মেরুদণ্ড। জীবনে বেঁচে থাকতে হলে শিক্ষার গুরুত্ব অপরিসীম। যদি আমরা সুশিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমরা দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারবো। পৃথিবীতে যত ধরনের শিক্ষা আছে তা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আমাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক জীবনে চলতে শেখায়। তাই নিজেকে উচ্চ শিক্ষিত করে ইঞ্জিনিয়ার, ডাক্তার পুলিশ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বান্দরবান কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. আরমান সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কেলু মং, জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীলসহ নবাগত শিক্ষার্থীর ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন