বাংলাধারা প্রতিবেদন »
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ম্যাচ জুয়াড়িদের কাছে ফিক্সিংয়ে সম্মতি দেননি ঠিকই কিন্তু আইসিসিকে অবগত না করায় হয়েছেন অপরাধী। আদৌ কি এই সামান্য ভুলে এত বড় শাস্তি যৌক্তিক? সেজন্যই ফুঁসে ওঠে বাংলাদেশসহ বিশ্বের আনাচে-কানাচে থাকা সাকিব ভক্তরা।
এমন পরিস্থিতে তারই রেশ ধরে এবার গানে গানে প্রতিবাদের বারুদ ছড়ালেন কণ্ঠশিল্পী সজীব। প্রতিবাদের এ ভাষা ছড়িয়ে দিতে জেগে ওঠার তীব্র বাসনা নিয়ে গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকার ও সুরকার ইথুন বাবু। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তিনি নিজেই।
এ গান সম্পর্কে শিল্পী সজীব জানান, সাকিব আমাদের আবেগ, ভালোবাসা এবং দেশের অহংকার। তাকে আইসিসির নিষেধাজ্ঞা আমাকে কষ্ট দিয়েছে। তাই বাবু মামার পরামর্শে ‘সাকিবের জন্য’ শিরোনামের গানটি করি।
গানটির লেখক ইথুন বাবু বলেন, ষড়যন্ত্র থেকে ক্রিকেট কে মুক্ত করতে হবে, সাকিব বিশ্বসেরা ক্রিকেটার, ওর পাশে দেশের মানুষ আজ দাড়িয়ে প্রতিবাদ করছে। আর আমার প্রতিবাদ গানে গানে।
প্রসঙ্গত, হঠাৎ করে বিশ্বসেরা তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে বিশ্ব ক্রিকেট সংস্থা (আইসিসি) নিষেধাজ্ঞা জারি করায় আগামী এক বছর কোন ধরনের ক্রিকেট খেলতে পারছেন না তিনি।
বাংলাধারা/এফএস/এএ
				











