খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশকে সুখী-সম্বৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামাজিক সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসাবে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসন।
রোববার (৫ জুলাই) দুপুরের দিকে সামাজিক দূরুত্ব বজায় রেখে সীমিত আয়োজনে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মজীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, যেসব সূচক বিবেচনায় প্রশাসন আমাকে এ পুরস্কার দিয়েছেন, ভবিষ্যতে এর প্রতিটি বিষয়ে শুদ্ধাচার চর্চায় মনোনিবেশ করব।
তিনি আরো বলেন, আমার মান্যবর শ্রদ্ধেয় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস স্যারের নেতৃত্বে রাষ্ট্রের রাষ্ট্রীয় কাজসহ সাধারণ জনগণের যেকোন কাজ দায়িত্ব নিয়ে করার জন্য সব সময় চেষ্টা করি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













