বাঁশখালী প্রতিনিধি »
বাঁশখালী উপজেলার শীলকূপ ও গন্ডামারা ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ, আলোকসজ্জা এবং রাত আটটার পর মাইক ব্যবহার করায় পৃথক অভিযানে ৩ ইউপি সদস্য প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাত ৮ টার পর উপজেলার গন্ডামারা ও শিলকূপ ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এসময় অভিযানকালে বাঁশখালী থানা পুলিশের একটি বিশেষ টিমও উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, নির্ধারিত সময়ের (রাত ৮ টার) পর মাইক ব্যবহার করা, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় শীলকূপ ইউনিয়নে দুইজন ও গন্ডামারা ইউনিয়নে একজন মেম্বার প্রার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এক সদস্য প্রার্থীর মাইক জব্দ করা হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।