spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
প্রচ্ছদঅন্যান্যরাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

spot_img

রাঙামাটি প্রতিনিধি »

রাঙামাটিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘প্রেস কাউন্সিল আইন ও আচারণবিধি এবং তথ্য অধিককর আইন অবহিতকরণ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসনের সহোযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

এতে সভাপতিত্ব করেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ রাঙামাটি জেলায় কর্মরত সাংবাদিকরা উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ