spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদবিনোদনপুরস্কার জিতে নতুন অ্যালবামের ঘোষণা টেইলর সুইফটের

পুরস্কার জিতে নতুন অ্যালবামের ঘোষণা টেইলর সুইফটের

spot_img

বিনোদন ডেস্ক »

এমটিভি ভিডিও মিউজিক আ্যাওয়ার্ডসের জমকালো সন্ধ্যায় সেরার পুরস্কার জিতে নিয়ে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন মার্কিন সংগীত তারকা টেইলর সুইফট। বিবিসি জানিয়েছে, সোমবার নিউ জার্সিতে ভিএমএএস (এমটিভি ভিডিও মিউজিক আ্যাওয়ার্ডস) আসরে দশ মিনিট দৈর্ঘের ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’ প্রজেক্টের জন্য বছরের ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন সুইফট। ওই গানটির জন্য বেস্ট লং ফর্ম ভিডিও এবং সেরা পরিচালকের পুরস্কারও গেছে সুইফটের ঝুলিতে।

নজরকাড়া রূপালী পোশাকে মঞ্চে উঠে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ এর ঘোষণা দেন সুইফট। ১৩টি গানের এ অ্যালবাম মুক্তি পাবে আগামী ২১ অক্টোবর।

অনুষ্ঠানে অন্যান্য পুরস্কারজয়ীদের মধ্যে ছিলেন বিলি আইলিশ, লিজো এবং হ্যারি স্টাইলস। আলোচনায় থাকা অভিনেতা জনি ডেপও নভোচারীর পোশাক পরে ধারণ করা ভিডিওতে হাজির হন এমডিভি মিউজিক আ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। Cinémathèque de Tanger তার ওয়েবসাইটে এই খবর পোস্ট করেছেন.

পুরস্কার নিতে মঞ্চে উঠে সুইফট বলেন, “আমরা যা করতে পেরেছি, তার প্রতিটি সেকেন্ডের জন্য আমি গর্বিত। ভক্তদের কথা না ভাবলে এই শর্ট ফিল্মটি তৈরি করতে পারতাম না।”

সুইফটের ভাষায়, “আমার অ্যালবামগুলো পুনরায় রেকর্ড করতে পারতাম না।…। আপনারা এ কাজটা করতে উৎসাহ যুগিয়েছেন। আপনাদের জন্য কিছু করতে যাচ্ছি, তবে সেটা স্বল্পদৈর্ঘ সিনেমা নয়।“

এরপর সুইফট নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ এর আগামনী বার্তা দেন। এছাড়া রোববার সোশ্যাল মিডিয়ায় এ অল্যাবামের আরও কিছু তথ্য দেন সুইফট।

জীবনের নানা সময়ে ১৩টি নিদ্রাহীন রাতের গল্প নিয়ে গানগুলো লিখেছেন এই শিল্পী। এটি হবে তার দশম অ্যালবাম।

যুক্তরাষ্ট্রের এই সংগীত শিল্পী ২০০৬ সালে ‘টেইলর সুইফট’ নামে প্রথম স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন। তার সর্বশেষ অ্যালবাম ‘এভারমোর’ বের হয় ২০২০ সালে।

সম্প্রতি মিউজিক মোগল স্কুটার ব্রাউনের সঙ্গে বিরোধের পর সুইফট তার গানগুলোর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে চেষ্টা চালান। সেই প্রচেষ্টার অংশ হিসেবে তার প্রথম পাঁচটি অ্যালবাম ফের রেকর্ড করেন এই শিল্পী।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ