spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকসিনেমা-সিরিজে দ্বিতীয় এলিজাবেথের জীবন

সিনেমা-সিরিজে দ্বিতীয় এলিজাবেথের জীবন

spot_img

বিনোদন ডেস্ক »

কয়েক দশকের স্থিতিশীলতার বাতিঘর, জনগণের রানী দ্বিতীয় এলিজাবেথ আর নেই। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি এই রানি ৯৬ বছর বয়সে মারা গেলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রানির মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস।

রানি এলিজাবেথের ঘটনাবহুল জীবনকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন গল্প উঠে এসেছে। তার জীবনের নানান অধ্যায় নিয়ে নামকরা সব পরিচালক সাজিয়েছেন বিভিন্ন রকম গল্প। এবার তাহলে জেনে নিন রানি এলিজাবেথকে কেন্দ্র করে তৈরি করা সিনেমা এবং সিরিজের তালিকা

দ্য ক্যুইন
পর্দায় একাধিক বার ব্রিটেনের রানির চরিত্রে অভিনয় করেছেন হেলেন মিরন। তবে ২০০৬ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনীচিত্রে তার ভূমিকায় অভিনয় করে অস্কার জিতে নিয়েছিলেন হেলেন।

দ্য ম্যাজেস্টিক লাইফ অফ এলিজাবেথ টু
রানির শৈশব থেকে তার রাজত্বকাল— এই তথ্যচিত্রে তার জীবনের সব অধ্যায়েরই হদিস মিলবে। তার সঙ্গেই আছে বিশেষজ্ঞদের সাক্ষাৎকার।

প্রিন্স ফিলিপ: অ্যান এক্সট্রা অর্ডিনারি লাইফ
প্রিন্স ফিলিপের জীবনকে কেন্দ্র করে তৈরি ছবিটি। সেখানে রানি সম্পর্কেও নানা তথ্য মিলেছে।

দ্য কিংস স্পিচ
রাজা ষষ্ঠ জর্জের জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে অস্কারজয়ী এই সিনেমার গল্প। রানি দ্বিতীয় এলিজাবেথের শৈশব কেমন ছিল, এই সিনেমা দেখে তা জানা যেতে পারে।

এলিজাবেথ অ্যান্ড মার্গারেট: লাভ অ্যান্ড লয়্য়ালটি
রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তার বোন মার্গারেটের সম্পর্ক কেমন ছিল জানতে চান? তবে দেখে নিতে পারেন এই তথ্যচিত্র।

দ্য রয়্যাল হাউস অব উইন্ডসর
রাজপরিবারের ১০০ বছরের ইতিহাস ছয়টি এপিসোডে ভাগ করে দেখানো হয়েছে।

দ্য ক্রাউন
সাম্প্রতিক কালে নেটফ্লিক্সের এই সিরিজ নিয়ে কম চর্চা হয়নি। রানি দ্বিতীয় এলিজাবেথের জীবন সুকৌশলে তুলে ধরা হয়েছে এই সিরিজে।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ