spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদজাতীয়নুসরাত হত্যা: ফেনীর এসপি, ওসিসহ ৪ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ

নুসরাত হত্যা: ফেনীর এসপি, ওসিসহ ৪ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ

spot_img

বাংলাধারা ডেস্ক »

ফেনী মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে জমা দেয়া প্রতিবেদন যাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে, তারা হলেন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম চৌধুরী, সোনাগাজী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন, উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল ও মো. ইউসুফ।

প্রতিবেদনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলা ও গাফিলতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয়েছে।

নুসরাতকে পুড়িয়ে হত্যাচেষ্টাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া ও অপরাধীদের রক্ষার চেষ্টারঅভিযোগ উঠেছিল ফেনীর পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে, ১৩ এপ্রিল অতিরিক্ত মহাপরিদর্শক রুহুল আমিন প্রধান করে পুলিশ সদর দপ্তর পাঁচ সদস্যের এ কমিটি গঠন করে।

নুসরাত শ্লীলতাহানির অভিযোগ নিয়ে থানায় গেলে ওসি তাঁর জবানবন্দির ভিডিও ধারণ করেন এবং তাকে বিভিন্নভাবে নাযেহাল করে। ওসির বিরুদ্ধে এই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন

spot_img

সর্বশেষ