spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৪ জুন ২০২৩
প্রচ্ছদজাতীয়‘ফণি’র প্রভাবে উত্তাল সমুদ্রে ট্রলার ডুবে নিখোঁজ ১০ জেলে

‘ফণি’র প্রভাবে উত্তাল সমুদ্রে ট্রলার ডুবে নিখোঁজ ১০ জেলে

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

ঘূর্ণিঝড় ‘ফণি‘র প্রভাবে উত্তাল সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার ডুবে গিয়ে ১০ জন জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (২ মে) দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরসংলগ্ন গভীর দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘূর্ণিঝড় ‘ফণি’র সতর্কতা সংকেত ও নিদের্শনা উপেক্ষা করে সকালে ১০ জন জেলে জামাল ফিশিং নামের একটি ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যায়। দুপুরে ট্রলারটি ডুবে যাওয়ার খবর আসে।

এদিকে, এ খবরে ১০ জন জেলেকে উদ্ধারের জন্য অভিযান চলছে।

এ বিষয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুদেব হাওলাদার বলেন, ট্রলার ডুবির ঘটনা শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

spot_img

সর্বশেষ