spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামহালদা রিসার্চ ল্যাবে প্রথমবারের মত সংরক্ষিত হলো মা রুই মাছ

হালদা রিসার্চ ল্যাবে প্রথমবারের মত সংরক্ষিত হলো মা রুই মাছ

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

হাটহাজারীতে উদ্ধারকৃত ৭ কেজি ওজনের মা রুই মাছটি হালদা রিসার্চ ল্যাবরেটরিতে সংরক্ষণ করা হয়েছে। হালদা ল্যাবে সংরক্ষিত এটিই প্রথম রুই মাছ বলে জানান হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন রুই মাছটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ হালদা রিসার্চ ল্যাবরেটরীতে সংরক্ষণের জন্য পাঠিয়ে দেন।
হালদা ল্যাবে সংরক্ষিত এটিই প্রথম রুই মাছ। রুই মা-মাছটির ওজন প্রায় ৭ কেজি। দৈর্ঘ্য প্রায় আড়াই ফুট (৩০ ইঞ্চি) এবং বয়স ৭ বছর।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলাধারাকে বলেন, উত্তর মাদার্শা আমতোয়া এলাকার মির্জা আলি বাড়ির মৃত গুরা মিয়ার ছেলে মো. শামসু ওই দিন ভোর রাতে হালদা নদীতে ঘেরা জাল বসিয়ে মাছটি নিধন করে। স্থানীয় চেয়ারম্যান মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ বিষয়টি জানতে পেরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা নিধনকারীর বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় মা-রুই মাছটি উদ্ধার করে।

উল্লেখ্য, বুধবার (২ মে) বিকাল সাড়ে ৩টার দিকে হাটহাজারী উপজেলার ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের আমতোয়া এলাকা থেকে রুই মা-মাছটি উদ্ধার করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

spot_img

সর্বশেষ