spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদজাতীয়রংপুরে চোর ধরার বিদ্যুতের ফাঁদে জড়িয়ে নিহত ৩

রংপুরে চোর ধরার বিদ্যুতের ফাঁদে জড়িয়ে নিহত ৩

spot_img

বাংলাধারা ডেস্ক »

রংপুরে চোর ধরতে বানানো বিদ্যুতের ফাঁদে জড়িয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করেছে।

শুক্রবার ( ৩ মে ) বেলা সোয়া ১টার দিকে চারতলা মোড় বনানীপাড়ার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই বাড়ির ভাড়াটিয়া তাজমহল (৬০), তার মেয়ে তানিয়া আকতার (২৫) ও তানিয়ার মেয়ে তাজনিয়া (৭)।

রংপুর সিটি করপোরেশনের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন জানান, বাড়ির মালিক সৈয়দ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক সৈয়দ আলীকে থানায় নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, ওই বাড়ির দোতালায় ভাড়া থাকতেন চাকরিজীবী রুবেল ইসলামের পরিবার। বাড়িতে কয়েকবার চুরি হওয়ায় বাড়ির মালিক সৈয়দ আলী বাড়ির ছাদে জিআই তার দিয়ে ফাঁদ তৈরি করেন। দুপুরে বাসার ছাদে তাজমহল বেগম কাপড় শুকাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মেয়ে তানিয়া ও নাতনী তাসমিয়া তাকে উদ্ধার করতে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সিটি করপোরেশনের সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি বলেন, “চোর ধরতে এভাবে মানুষ মারার ফাঁদ পেতে রাখা অন্যায়। আজ চুরি ঠেকানোর জন্য বাড়ির মালিকের তৈরি করা ফাঁদে ভাড়াটিয়াদের জীবন দিতে হলো। এটি দুঃখজনক ঘটনা। আমি চাই সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হোক।”

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ