spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকবিয়ে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

বিয়ে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

spot_img

বাংলাধারা ডেস্ক »

দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন (৩৮)। এর মধ্যে তাঁদের বাগদান হয়েছে। নেভ নামে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে। জেসিন্ডা ও গেফোর্ডের মুখপাত্র বলেন, ইস্টারের বিরতিতে তাঁরা বিয়ে করতে সম্মত হন।

বিয়ের তারিখ ও কে কাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন, তা প্রকাশ করেননি তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত বছরের জুন মাসে জেসিন্ডা প্রথম সন্তানের জন্ম দেন। বিশ্বের ইতিহাসে প্রধানমন্ত্রীর মতো পদে থেকে মা হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। পরে নিউইয়র্কের জাতিসংঘের সম্মেলনে তিনি শিশুসহ যোগ দেন। সন্তানের জন্মের পর থেকে টিভিতে ফিশিং শোর উপস্থাপক গেফোর্ড সন্তানকে দেখভালের কাজ করছেন।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে মুসলমানদের ওপর বন্দুকধারীর হামলার পর তাঁর অবস্থানের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হন জেসিন্ডা। আজ শুক্রবার দায়িত্ব পালনের সময় অনামিকায় হীরার আংটি দেখে তাঁর বাগদানের খবরটি চাউর হয়। এর আগেও তাঁর দুইবার বিয়ের ভুয়া গুঞ্জন উঠেছিল। তবে এবার সত্যিই বিয়ের কাজটি সেরে ফেলছেন তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ