spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ১১ জুন ২০২৩
প্রচ্ছদঅন্যান্যচবি আবৃত্তি মঞ্চের সভাপতি মাসুম, সম্পাদক বোরহান

চবি আবৃত্তি মঞ্চের সভাপতি মাসুম, সম্পাদক বোরহান

spot_img

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় আবৃত্তি সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ আরিফকে সভাপতি এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বোরহান উদ্দিন রব্বানীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষিণা করা হয়।

শুক্রবার (৩ মে) দুপুরে সংগঠনটির নবম কাউন্সিল অধিবেশনে নগরীর তাসফিয়া গার্ডেনে সংগঠনটির নবম কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষিত হয়। এসময় বিদায়ী কমিটির সভাপতি রিয়াজুর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ।

পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চের উপদেষ্টা কণা দাশ। এ সময় আবৃত্তি মঞ্চের বিগত কমিটির প্রতিবেদন পেশ করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক জেবুন নাহার শারমিন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আল ইমরান, সহ-সভাপতি সেঁজুতি বড়ুয়া এবং শাকিলা উম্মে নূর ইফফাত, সহ-সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক দীপ্ত বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক আসমাউল মাওয়া আফরিন, অর্থ সম্পাদক জান্নাতুল সাদিয়া পুষ্প, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হাসান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহান আল মাফি, দপ্তর সম্পাদক ফৌজিয়া মেহনাজ, সহ-দপ্তর সম্পাদক প্রার্থী ঘোষ।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ ২০০০ সালের ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তির উপর কর্মশালা পরিচালনা ছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাহিরেও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ