রাউজান প্রতিনিধি »
রাউজানে পুকুরে ডুবে তাহমিদ হোসেন তাজিম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
৬ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে রাউজান উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাগতিয়া গ্রামের মাইজপাড়ার সৈয়দ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই এলাকার সৈয়দ মুহাম্মদ মারুফের একমাত্র পুত্র।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে শিশু তাজিম খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে পথেরহাট কসমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের একমাত্র আদরের সন্তানকে হারিয়ে আত্মীয়-স্বজন সকলেই শোকে মূহ্যমান হয়ে যায়। নিহতে বাবা চট্টগ্রাম-কাপ্তাই রাস্তার মাথায় ফার্মেসীর ব্যবসা করেন।