spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৯ মে ২০২৩
প্রচ্ছদবন্দর নগরীহাইড্রোলিক হর্ন লাগিয়ে ৫ গাড়িচালক গুনল ৯ হাজার জরিমানা

হাইড্রোলিক হর্ন লাগিয়ে ৫ গাড়িচালক গুনল ৯ হাজার জরিমানা

spot_img

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীতে শব্দদূষণ রোধে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় উচ্চ শব্দ ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫ গাড়িচালককে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ৭৫টি গাড়ি থেকে ১২০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বহদ্দারহাট মোড়, দামপাড়া, আন্দরকিল্লা, জামালখান, মেডিক্যাল গেট, প্রবর্তক মোড়, চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগার এবং অঞ্চল কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম।

তিনি বলেন, নগরের বহদ্দারহাট এলাকার হক মার্কেটে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়ায় দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। উচ্চ শব্দ ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫ গাড়িচালককে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ৭৫টি গাড়ি থেকে ১২০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুল হাসান, সিনিয়র কেমিস্ট হোযায়ফাহ্ সরকার, জুনিয়র কেমিস্ট শফিকুল ইসলামসহ প্রমুখ।

আরও পড়ুন

spot_img

সর্বশেষ