spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদঅন্যান্যবেশি পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়লো ঘূর্ণিঝড় ‘ফণী’

বেশি পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়লো ঘূর্ণিঝড় ‘ফণী’

spot_img

বাংরাধারা ডেস্ক »

গত দুই দশকে বাংলাদেশের দিকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়েছে রেকর্ড গড়লো এই ঘূর্ণিঝড় ‘ফণী’। বিশ্বের আবহাওয়াবিষয়ক কয়েকটি সংস্থার পর্যবেক্ষণ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

‘ফণী’ভারত মহাসাগরে সৃষ্টি হওয়ার পর দুই হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে শুক্রবার সকালে ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানে। এদিন রাত ১২টা পর্যন্ত ঘূর্ণিঝড়টির গতিমুখ ছিল ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে। এ সময় সমুদ্রে প্রায় ২ হাজার ও ভূমিতে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ঘূর্ণিঝড়টি।

উল্লেখ্য, ২০০৭ ও ২০০৯ সালে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় সিডর ও আইলা। বাংলাদেশে আঘাত হানার আগে এরা যথাক্রমে প্রায় ১৫০০ ও ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ