বাংলাধারা প্রতিবেদন »
শনির দশা কাটতে শুরু করেছে দেশের মূলধনী বাজারের অন্যতম খাত পুঁজিবাজারের উপর থেকে। গত কাযদিবস (২ মে) থেকে পুজিঁবাজারের সূচক ও মোট লেনদেনের পরিমাণ ইতিবাচক ধারায় ফিরে আসায় বিনিয়োগকারীরাও খুশি। অনেকের মতে,পুঁজিবাজারের উপর সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) গৃহীত পদক্ষেপের কারণে বাজার আবারও উর্ধ্বমূখী প্রবণতায় পা দিয়েছে।
রোববার (৫ মে) দেশের অন্যতম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই ) তালিকাভুক্ত সব খাতের কোম্পানির শেয়ার দর বেড়েছে অর্থাৎ ১০০% খাতের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। দিনশেষে সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে মোট লেনদেনের পরিমানও। এছাড়াও বেড়েছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর। দিন শেষে সিএসইতে মোট ১ কোটি ২ লাখ ২৫ হাজার ৭১১ টি শেয়ার ১০ হাজার ৭৯৫ বার হাতবদল হয়।
আর মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৩১ লাখ ৩৮ হাজার ১২৮ টাকা। গত কার্যদিবসে যার পরিমাণ ছিল ২১ কোটি ৯১ লাখ ৪১ হাজার ১৯০ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৬ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৯৩৮ টাকা। লেনদেন শেষে সিএসই’তে সাধারণ মূল্য সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ০৯ শতাংশ অর্থাৎ ২০৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯৮৮ দশমিক ৮০ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১ দশমিক ৬২ শতাংশ অর্থাৎ ২৩১ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৮২ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে। দিনভর লেনদেন হওয়া ২৫৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৭ টির, কমেছে ৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির দাম।
আজ লেনদেন শেষে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের প্রতি শেয়ার ১২ টাকা ৪০ পয়সা, ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার প্রতি ৪ টাকা ৪০ পয়সা এবং কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতি শেয়ার ৩ টাকা ৩০ পয়সা দর বৃদ্ধি পায়। অন্যদিকে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার প্রতি ২৬ টাকা, আনোয়ার গ্যালভানাজিং লিমিটেডের প্রতি শেয়ার ২ টাকা ৭০ পয়সা এবং সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেডের প্রতি শেয়ার ১ টাকা ৬০ পয়সা করে দর হ্রাস পায়।
বাংলাধারা/এফএস/এমআর/টিআর/বি