spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামটেকনাফে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

spot_imgspot_imgspot_imgspot_img

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মাদক কারবারি দাবি করে ঘটনাস্থল হতে ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট, একটি অস্ত্র ও নাম্বার বিহীন একটি মোটর সাইকেল উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

রোববার (৫মে) ভোররাতে টেকনাফের খোনকারপাড়া মেরিন ড্রাইভে বীচ সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহত মোঃ আবদুল্লাহ (২৪) টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়া এলাকার আব্দু রশিদের ছেলে।

টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্ণেল মো. ফয়সাল হাসান খাঁন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফ সদরের খোনকার পাড়া মেরিন ড্রাইভ সড়কে মাদক পাচারের গোপন সংবাদে বিজিবি একটি টিম চেকপোষ্ট বসায়। এসময় মাদক কারবারীরা মোটর সাইকেল যোগে কাছাকাছি এসে বিজিবিকে লক্ষ্য করে এলোপাতারি গুলি করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারকারীরা পালিয়ে যায়। পরে বিজিবি ওই এলাকা তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখানে তার পরিচয় সনাক্ত করা হয়। ঘটনাস্থল হতে, ইয়াবা, অস্ত্র ও মোটরসাইকেল জব্দ করা হয়।

এদিকে খবর পেয়ে টেকনাফ মডেল থানার এস.আই সাব্বির আহমদের নেতৃৃৃত্বে পুলিশের টিম হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির ওই কমর্কতা।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ