বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন রমজান মাসে ‘সেহেরী নাইট’ করতে চাইলে পুলিশের অনুমতি নিতে অনুরোধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএসপি)।
রোববার (৫ মে) পাঠানো সংবাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে নগরীর কোথাও কোথাও ‘সেহেরী নাইট’ এর (সেহেরী খাওয়ানোর অনুষ্ঠান) আয়োজন করা হয়ে থাকে। আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীতে কোন প্রতিষ্ঠান বা ব্যাক্তি যদি ‘সেহেরী নাইট’ আয়োজন করতে চান তাহলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘সিটি স্পেশাল ব্রাঞ্চ’ থেকে পূর্বানুমতি গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।
বাংলাধারা/এফএস/এমআর/টিআর/বি