spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ১১ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রাম১৫ দফা দাবিতে চট্টগ্রাম ডেইরী ফার্ম এসোসিয়েশনের সমাবেশ

১৫ দফা দাবিতে চট্টগ্রাম ডেইরী ফার্ম এসোসিয়েশনের সমাবেশ

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

গুঁড়া দুধে আমদানি শুল্ক পূর্বের ৫১.৫% করা, পশু খাদ্যের দাম কমানো, ক্ষুরা রোগের ভ্যাকসিন নিশ্চিত, ৫% রেটে ঋণ সরবরাহ, বিদ্যুৎ বিল কৃষি রেটে করা, আয়কে আগামী ১০ বছর আয়কর রেয়াত দেওয়া, পশু চিকিৎসকসহ অন্যান্য ভেটেরিনারি সুবিধা ইউনিয়ন ও উপজেলা পযায়ে নিশ্চিত করাসহ ১৫ দফা দাবি উত্থাপন করেছে চিটাগাং ডেইরী ফার্মের এসোসিয়েশন ( সিডিএফএ)।

রোববার ( ৫ মে) সকালে লালদিঘি ময়দানে খামারীদের গরুসহ সমাবেশ অনুষ্ঠানে দাবিগুলো তুলে ধরা হয়।

সিডিএফএ সভাপতি ডা. রমিজ উদ্দিন চৌধুরী দাবি সংবলিত বক্তব্য পাঠ করেন। সমাবেশে সিডিএফএ সাধারণ সম্পাদক নাঈম উদ্দিনসহ অসংখ্যা খামারি উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর বরাবরে বিভাগীয় কমিশনানের কাছে ১৫ দফা দাবি সম্বলিত স্বারকলিপি হস্তান্তর করা হয়।

বাংলাধারা/এফএস/ এমআর/টিআর/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ