spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ১১ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রাম৩০০ লিটার ভেজাল ঘিসহ দুই ভাই গ্রেফতার

৩০০ লিটার ভেজাল ঘিসহ দুই ভাই গ্রেফতার

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর কোতোয়ালি থানার মোমিন রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে নকল ঘি তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। এ ঘটনায় ৩০০ লিটার ভেজাল ঘি জব্দসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

রবিবার (৫ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা ও কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান। গ্রেফতারকৃতর্ হলেন- কারখানা মালিক দুই ভাই উত্তম কুমার ঘোষ (৫৩) ও কার্ত্তিক ঘোষ (৫০)।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ঘি তৈরিতে দুধ অন্যতম উপাদান হলেও বাসাটিতে ডালডা, সুগন্ধি, পামওয়েল ও বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান দিয়ে ঘি তৈরি করা হচ্ছিল, যেখানে দুধের কোনো উপাদানই ছিল না। তারা ভেজাল ঘি তৈরি করে ‘কে এল ঘোষের বাঘাবাড়ি স্ট্যান্ডার্ড ঘি’ মোড়ক লাগিয়ে বাজারজাত করে আসছিল।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলাধারাকে বলেন, মোমিন রোড এলাকার ওই বাড়ির ষষ্ঠ ও সপ্তম তলায় অভিযান চালিয়ে প্রায় ৩০০ লিটার ভেজাল ঘি, রাসায়নিক উপাদান ও প্যাকেজিং সামগ্রী জব্দ করা হয়। পাবনার বাঘাবাড়ির ঘি’র একটি সুনাম আছে। তাই রোজাকে কেন্দ্র করে অসাধু চক্রটি ‘বাঘাবাড়ির ঘি’ বলে নিজ বাসায় বসে ক্ষতিকর উপাদান দিয়ে ঘি তৈরি করছিল।

এই ঘি নগরীর রেয়াজউদ্দিন বাজার, চাক্তাই, খাতুনগঞ্জসহ বিভিন্ন এলাকায় বাজারজাত করা হচ্ছিল বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ