চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চট্টগ্রামের পটিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পটিয়া স্টুডেন্টস ফোরাম চবি’র নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ অন্যদিকে বিদায়ী সদস্য এবং অতিথিদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয় সংগঠনটি।
রবিবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন বিজিএমইএ এর সাবেক সহ-সভাপতি এবং চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির।
অনুষ্ঠানের প্রধান অতিথি চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরিন আক্তার চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোহাম্মদ নাছির বলেন, তোমরা অনেক সৌভাগ্যবান, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছো । এই সমাজ, রাষ্ট্র, বিশেষ করে পটিয়াকে আলোকিত করার দায়িত্ব তোমাদের। তোমরাই সারা দেশে পটিয়ার মুখ উজ্জ্বল করবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে তোমাদের অবদান অপরিহার্য।
তিনি বলেন, পটিয়ায় অনেক মনীষীর জন্ম।আজকে বাংলাদেশকে যারা লিড করছে, অর্থনীতিতে যারা অবদান রাখছে তাদের অধিকাংশই পটিয়ার। তাই তোমারকেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
পটিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের সভাপতি মোঃ শহীদুল্লাহ কায়সার নিশাতের সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন বাবর চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফলিত রসায়ন বিভাগের প্রফেসর ড. হেলাল উদ্দিন, আরবী বিভাগের প্রফেসর ড. সোলাইমান, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল হাসান,জেনেটিক ইন্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এইচ এম সেলিম উল্লাহ, ফিন্যান্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ আক্তার হোসেন।
এছাড়াও আমন্ত্রিত হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব রাশেদ মনোয়ার,পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ,পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নাছির উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আলহাজ্ব দিদারুল আলম এবং এস এ এফ হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বাংলাধারা/এফএস/এমআর