spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদবিনোদনএসএসসিতে কেমন ফলাফল করলেন পূজা চেরী?

এসএসসিতে কেমন ফলাফল করলেন পূজা চেরী?

spot_img

বাংলাধারা ডেস্ক »

‘নূর জাহান’, ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমার নায়িকা পূজা চেরি চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছিলেন। সদ্য ঘোষিত এ পরীক্ষায় বেশ ভালো ফলাফল করে পাশ করেছেন এই তারকা। পেয়েছেন জিপিএ ৪.৩৩।

পূজা চেরী বলেন, ‘আমি দারুণ খুশি। চলচ্চিত্র ও নানা কাজের ব্যস্ততার পরেও ভালো একটি রেজাল্ট করতে পেরেছি। বেশ ভালো লাগছে, স্কুল জীবনের গণ্ডিটা ভালোভাবেই পার করতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন পূজা চেরী ।

বাণিজ্য বিভাগের ছাত্রী পূজা ভর্তি হতে চান ঢাকা সিটি কলেজ কিংবা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। উল্লেখ্য, গত বছর পূজা চেরী অভিনীত সিনেমা ‘নূর জাহান’, ‘পোড়ামন ২’ ও ‘দহন’ মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘নূরজাহান’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা আদৃত। আর ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় ছিলেন সিয়াম।

বাংলাধারা/এফএস/এমআর/টিআর/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ