বাংলাধারা প্রতিবেদন »
রাশিয়ার এরোফ্লোট এয়ারলাইন্সের উড়োজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১ জন। নিহতদের মধ্যে দুটি শিশু এবং একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট রয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
জানা যায়, ৭৮ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে রোববার সন্ধ্যায় মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে মুরমানস্কের দিকে রওনা হয়েছিল এরোফ্লোটের ফ্লাইট এসইউ ১৪৯২। কিন্তু ওড়ার পরপরই পাইলট যান্ত্রিক গোলযোগের কথা জানিয়ে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে সাহায্যের আবেদন করেন এবং জরুরি অবতরণের চেষ্টা করেন।
শেরেমেতিয়েভোয় জরুরি অবতরণের পরপরই সুখোই সুপারজেট-১০০ উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে সেটি আগুনের গোলায় পরিণত হয়।
সোশাল মিডিয়ায় আসা ভিডিওতে দেখা যায়, আরোহীরা জ্বলন্ত উড়োজাহাজের ইমার্জেন্সি এক্সিট দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ওই উড়োজাহাজ যেভাবে জ্বলছিল, তাতে কেউ বের হয়ে আসতে পেরেছে এটাই ছিল ‘বিস্ময়কর’।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম