spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদশিক্ষাচট্টগ্রামে পাসের হারে ছেলেরা, জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে

চট্টগ্রামে পাসের হারে ছেলেরা, জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা প্রতিবেদন »

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ১১ শতাংশ। তাছাড়া এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী।

সোমবার (৬ মে) দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম এর পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, পাসের হারে ছাত্ররা মেয়েদের চেয়ে এগিয়ে আছে। এবার ছাত্রের পাশের হার ৭৮ দশমিক ৪৩ শতাংশ এবং ছাত্রীর পাসের হার ৭৭ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে ছেলেরা পাশের হারে শূন্য দশমিক ৬ শতাংশ এগিয়ে আছে।  এ পাশের হার যা গতবছর ছিল যথাক্রমে ৭৫ দশমিক ৮৬ শতাংশ এবং ৭৫ দশমিক ১৯ শতাংশ।

তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্রীরা এগিয়ে। এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী সংখ্যা ৩ হাজার ৭৪১ জন এবং ছাত্র সংখ্যা ৩ হাজার ৬৫২ জন। সে হিসাবে ছেলেদের তুলনায় ৮৯ জন ছাত্রী বেশি জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা গত বছর ছিল ৮ হাজার ৯৪ জন । সে হিসাবে গত বছরের তুলনায় জিপিএ-৫ সংখ্যা শিক্ষার্থী কমেছে ৭০১ জন।

বাংলাধারা/এফএস/এমআর/টিআর/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ