spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ৪ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামটেকনাফে পৃথক অভিযানে ইয়াবা-নগদ টাকা ও অস্ত্রসহ আটক ৫

টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা-নগদ টাকা ও অস্ত্রসহ আটক ৫

spot_img

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফে নিলামকৃত সরকারি জীপে ইয়াবা পাচারকালে তিন পাচারকারি ও ডাকাতির প্রস্তুতি কালে ২ ডাকাতকে আটক করেছে র‍্যাব-১৫’র সদস্যরা। সোমবার দিবাগত রাতের পৃথক সময়ে টেকনাফ সদরের বরইতলী ও দরগাছড়া এলাকা এসব অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা, নগদ টাকা, জীপগাড়ি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

ইয়াবা ও টাকাসহ আটকরা হলো, চট্টগ্রামের লোহাগাড়ার আল হোসাইন শপিং মহলের ফ্যামেলী কেয়ার কাপড়ের দোকান ব্যবসায়ী মৃত আবু তাহেরের ছেলে তারেক হোসাইন (৩৪), ঢাকা মিরপুর-১০ নম্বর, ব্লক-এ, রোড-৭, হাউস নং-৯ এর বাসিন্দা মৃত আমিনুর রহমানের ছেলে আরিফুর রহমান (৩০) ও ফরিদপুর বোয়ালমারী রূপাপথ এলাকার মৃত খোকন কাজীর ছেলে কাজী হোসেন। তাদের কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকা ও একটি হুন্দাই জীপগাড়ি জব্দ করা হয়েছে।

ডাকাতির প্রস্তুতিকালে আটকরা হলো, টেকনাফ সদরের লেঙ্গুরবিল এলাকার ছৈয়দ হোসেনের ছেলে দেলোয়ার হোসন (২৫) ও নুর মোহাম্মদের ছেলে জসিম উদ্দিন (১৯)। তাদের কাছ থেকে দুটি লম্বা কিরিচ ও দুটি চাকু জব্দ করা হয়েছে। অভিযান কালে তাদের সহযোগী দক্ষিল লেঙ্গুরবিলের মোহাম্মদ হাসানের ছেলে কামাল হোসেন (২০), আমির হোসেনের ছেলে রুবেল হোসেন (২২) ও বদিউর রহমান বদুরনের ছেলে মো. ফারুক পালিয়ে গেছে বলে জানিয়েছে ধৃতরা।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব জানান, সোমবার (৬ মে) রাতে টেকনাফ সদরের বরইতলী এলাকায় র‌্যাবের চেক পোষ্ট বসায়। এসময় কক্সবাজার গামী হুন্দাই জীপ (ঢাকামেট্টো-ঘ-১১-৬৯৫৯) তল্লাশি করে ১ হাজার ইয়াবা, নগদ সাড়ে ৬ লাখ টাকা পাওয়া যায়। এ ঘটনায় গাড়ির তিন যাত্রিকে আটক করা হয়। সাথে জব্দ করা হয়েছে জীপটিও।

তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীরা কোনো সরকারি প্রতিষ্ঠানের (নিলামকৃত) হুন্দাই জিপের মাধ্যমে ইয়াবা পাচারের চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, ডাকাতির প্রস্তুতিকালে টেকনাফ সদরের দরগাছড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে র‍্যাব-১৫। সোমবার মধ্যরাতে তারা ডাকাতি করতে জড়ো হয়েছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি ঠের পেয়ে তারা পালাতে চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে ধরা হয়। এসময় ঘটনাস্থল থেকে দুটি লম্বাকিরিচ, দুটি চাকু জব্দ করা হয়েছে। তাদের আরো তিন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে ধৃতরা।

এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ