বাংলাধারা ডেস্ক »
রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব ইছলী এলাকায় গ্রেপ্তারের পর পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণসহ ১৪ মামলার এক আসামি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্ধুক ও ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (৬ মে) গভীর রাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহতের নাম শহিদুল ইসলাম সুমন। সে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের মহেশার আলীর ছেলে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমানের মতে, শহিদুল একজন সন্ত্রাসী। তাকে গঙ্গাচড়া থানা পুলিশ গ্রেপ্তারের পর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শহিদুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির মধ্যে শহিদুল নিহত হয়। তার বিরুদ্ধে অপহরণের পর ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৪টি মামলা রয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিআর