spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদজাতীয় জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

 জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা ডেস্ক »

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ না পাওয়ায়  পুরান ঢাকায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

আত্মহত্যাকারী শিক্ষার্থী নাম মিথিলা (১৫)। তার বাসা নাজিমুদ্দিন রোডে। দুই বোনের মধ্যে মিথিলা বড়।

স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মিথিলা  পাস করেছে কিন্তু  আশানুরূপ ফলাফল না পেয়ে, মনের দুঃখে নিজ বাসায় গলায় ফাঁস দেয়। পরে মিথিলার বাবা ও পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আনলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বংশাল থানার ওসি মো. সাহিদুর রহমান বলেন, এবার এসএসসি পরীক্ষায় মিথিলা জিপিএ ৪ দশমিক ৩৯ পেয়েছিল। ‘এ’ প্লাস না পাওয়ায় মনের দুঃখে এ ঘটনা ঘটায় সে।

বাংলাধারা/এফএস/এমআর/টিআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ