spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদজাতীয়অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার: অপহৃত ব্যবসায়ী উদ্ধার

অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার: অপহৃত ব্যবসায়ী উদ্ধার

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

কোতোয়ালী থানাধীন আসাদগঞ্জ এলাকার ব্যবসায়ী অপহরণকারী চক্রের ৪ আসামীকে গ্রেফতারসহ ও অপহৃত ব্যাক্তিকে উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

সোমবার (৬ মে) চাঁন্দগাও থানাধীন কামালবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা চট্টগ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ নাসির উদ্দিন (৩৫), মৃত রাখাল দাশের ছেলে প্রদীপ দাশ (৩৫), মোঃ জামাল উদ্দিন স্ত্রী হাসিনা আক্তার প্রকাশ মুক্তা (৪৫) ও শুক্কুর আলমের স্ত্রী ছালেহা আক্তার (৪০)। মঙ্গলবার ( ৭ মে ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ মুহাসিন।

ওসি বলেন, আসামীরা ৫ বছর ধরে নগরীর বিভিন্ন এলাকায় বিত্তশালী ব্যবসায়ী লোকদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে। তারা স্বামী-স্ত্রী না হলেও সে পরিচয়ে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকে। এ চক্রের পুরুষ সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন বিত্তশালী, ব্যবসায়ী, চাকুরিজীবী লোকদের মোবাইল নম্বর সহ বিভিন্ন ধরণের তথ্য সংগ্রহ করে।

তিনি আরও বলেন, চক্রের মহিলা সদস্যরা সংগ্রহকৃত তথ্য থেকে মোবাইল নম্বর নিয়ে পুরুষদের যোগাযোগ করে সুসম্পর্ক গড়ে তোলে এবং ব্যক্তির গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। তারপর মহিলা সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী পুরুষ সদস্যরা টার্গেটকৃত ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে সুবিধাজনক জায়গা থেকে নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে ব্যাক্তিদের অপহরণ করে আগে থেকে ভাড়া বাসায় নিয়া যায়। এরপর মহিলা সদস্যদেরকে দিয়ে অপহৃত ব্যক্তির সাথে অশ্লীল ছবি ধারণ করে। এই অশ্লীল ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে ভয়ভীতি দেখিয়ে ব্যক্তির বিভিন্ন আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা আদায় করে।

মামলার বিবরণ থেকে জানা যায়, আসাদগঞ্জ এলাকার স্বনামধন্য ধন্য ব্যবসায়ী আলতাফ হোসেন (৫০) চাঁন্দগাও থানাধীন বহাদ্দারহাট এলাকার উদ্দেশ্যে রওয়ানা দিলে আসামীরা তাকে অপহরণ করে। এরপর তারা ফোনে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। এঘটনায় তার ছোট ভাইয়ের করা মামলায় এ অপহরণ চক্রের ৪ আসামীকে গ্রেফতার করছে পুলিশ। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যহত আছে। এসময় আসামীদের কাছ থেকে ৭ টি মোবাইল উদ্ধার করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ