বাংলাধারা প্রতিবেদন »
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ। যেখানে টসে হেরে ফিল্ডিং পেয়েছে মাশরাফি বিন মর্তুজা ও তার দল।
মঙ্গলবার (মে ০৭) ডাবলিনের ক্যাসেল অ্যাভিনিউতে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় মুখোমুখি হবে দু’দল।
ওয়স্টে ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যচের তিনটিতে জেতার সুখস্মৃতি আছে বাংলাদেশ দলের। অবশ্যই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালের আগে বাংলাদেশের কোনো জয়ই ছিল না। সেই দলটিকেই গত এক দশকে নিজেদের উচ্চতায় নামিয়ে এনেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে গত বছরও বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতে এসেছে। ফলে এখন আর ওয়েস্ট ইন্ডিজের নামে ভীতি কাজ করার কথা নয়। বরং মাঠে আরো একবার নিজেদের প্রমাণ করার পালা।
আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজের থেকে এগিয়ে থাকা দল। ৮৬ রেটিং নিয়ে বাংলাদেশ আছে আইসিসি র্যাঙ্কিংয়ের ৭ নম্বরে। অন্য দিকে ৮০ রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে ৮ নম্বরে। এই ত্রিদেশীয় টুর্নামেন্টে বাকি দল আয়ারল্যান্ড। তারা আছে র্যাঙ্কিংয়ের ১২ নম্বরে। ফলে কাগজে কলমে অন্তত এই তিন দলের মধ্যে এগিয়ে থাকা দল বাংলাদেশ। এখন সেটা মাঠেও প্রমাণ করতে হবে মাশরাফির দলকে।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে গুঁড়িয়ে দিয়েছে আয়ারল্যান্ডকে। ওয়েস্ট ইন্ডিজের সেই হোপ ও জন ক্যাম্পবেল উদ্বোধনী জুটিতে ৩৬৫ রান করেছেন। উদ্বোধনী জুটির যা বিশ্বরেকর্ড। এর আগে উদ্বোধনী জুটিতে ৩০৪ রানের বিশ্ব রেকর্ড ছিল পাকিস্তানের ইমাম-উল-হক ও ফখর জামানের দখলে।
অন্য দিকে এই ত্রিদেশীয় টুর্নামেন্টের আগে রবিবার প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচে বাজেভাবে হেরেছে মাশরাফির দল। যদিও সেই ম্যাচে মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, আবু জায়েদ রাহি, ইয়াসির আলী রাব্বি ও নাঈম হাসান এই ম্যাচ খেলেননি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেন ডোউরিচ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, অ্যাশলে নার্স, জেসন হোল্ডার (অধিনায়ক), কেমার রোচ, শেলডন কোটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।
বাংলাধারা/এফএস/এমআর/টিআর/বি