spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ১০ জুন ২০২৩
প্রচ্ছদঅন্যান্যচবি সাংবাদিক সমিতির নির্বাচন ১৩ মে

চবি সাংবাদিক সমিতির নির্বাচন ১৩ মে

spot_img

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-১৯ অনুষ্ঠিত হবে আগামী সোমবার ১৩ মে (সোমবার)। চবিসাসের প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক জোবায়ের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবারে (৭মে) সংগঠনের উপদেষ্টা ও প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরীর পক্ষে নির্বাচন কমিশনার এবং সহকারী প্রক্টর লিটন মিত্র ও নিয়াজ মোর্শেদ রিপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, দপ্তর, প্রকাশনা ও প্রচার সম্পাদক এবং নির্বাহী সদস্য এই সাতটি পদের জন্য প্রার্থিতা আহ্বান করা হয়েছে। প্রতি পদে মনোনয়ন পত্রের মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা। এ নির্বাচনে চবিসাসের ৩৩ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

প্রকাশিত তফসিলে বলা হয়, আগামী ১৩মে বেলা ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত প্রক্টরের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে একইদিনে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনি তফসিলে আরও বলা হয়, ৮ মে (বুধবার) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়ন বিতরণ চলবে। একইসঙ্গে জমাও দেওয়া যাবে। তবে মনোনয়ন জমার শেষ সময় ৯ মে দুপুর ১২টা পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহার করা যাবে একইদিন বিকেল ৩টা পর্যন্ত। একই সময়ে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৩ মে ভোটগ্রহণ শেষে প্রক্টরের কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হবে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ