spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ৩ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামরোহিঙ্গার জুতার ভেতরে ইয়াবা, গ্রেফতার ২

রোহিঙ্গার জুতার ভেতরে ইয়াবা, গ্রেফতার ২

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে দুই রোহিঙ্গা যুবকের স্যান্ডেলের ভেতর থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার ( ৭ মে ) রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন হলো-কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আলী হোসেনের ছেলে মো. হোসেন (২০) ও আবদুর রহিমের ছেলে সুলতান আহমেদ (১৮)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় দুজনের স্যান্ডেলের ভেতর বিশেষ কৌশলে রাখা অবস্থায় এক হাজার করে মোট দুই হাজার ইয়াবা পাওয়া যায়। তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া দুই যুবক কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলো।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ