spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ১০ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামচকবাজারে ফরমালিনযুক্ত আঙ্গুর বিক্রি, বিক্রেতাকে জরিমানা

চকবাজারে ফরমালিনযুক্ত আঙ্গুর বিক্রি, বিক্রেতাকে জরিমানা

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর চকবাজারে কাঁচাবাজারে ফলের দোকানে লালআঙ্গুরে ফরমালিনের অস্তিত্ব পেয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ফল বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ মে) সকালে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। পুরো বাজার ঘুরে বেশ কিছু দোকানে ওজনে কম দেয়া, মূল্যতালিকা না থাকাসহ নানা অনিয়ম পান তিনি। 

এ ব্যাপারে জানতে চাইলে রেজওয়ানা আফরিন বাংলাধারাকে বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজও অভিযান পরিচালনা করেছি। ফরমালিনযুক্ত আঙ্গুর বিক্রি করার অপরাধে বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানাসহ প্রায় ১০ কেজি আঙ্গুর নষ্ট করে দিয়েছি। এছাড়াও অভিযানকালে মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে সাত দোকানিকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, আতুরার ডিপো এলাকায় কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকা ও মাংসের দাম বৃদ্ধির কারণে ৩টি দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করে আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

spot_img

সর্বশেষ