সন্দ্বীপ প্রতিনিধি »
সন্দ্বীপ পৌরসভার বাঘেরহাটে আরিফ হোসেন নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। বুধবার (৮ মে) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত আরিফ বাঘেরহাট এলাকার মাষ্টার নোয়াবের ছেলে। বর্তমানে তাঁরা শান্তিরহাট এলাকায় বসবাস করে । নিহত আরিফ হোসেনদের সাথে তার মামা চার বছর আগে খুন হওয়া ভুট্টোর পরিবারের সাথে পারিবারিক কলহ ছিলো এবং এই কলহের জেরে ভুট্টোর ছেলে হাসান ফুফাতো ভাই আরিফকে গলাকেটে হত্যা করে ।
সন্দ্বীপ থানা পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন খুনি হাসান পলাতক রয়েছে। খুনের কারণ এখনও জানা যায়নি তবে খুনের স্বীকার আরিফ হোসেনের পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছে পরিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্দ্বীপ থানা পুলিশ খুনের কারণ উদঘাটন ও সন্দেহভাজন খুনিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
উল্লেখ্য নিহত আরিফ একটি খুনের মামলার আসামী, দু’বছর আগে একটি খুনের মামলায় আরিফ জেলে যায় পরে সে জামিনে মুক্তি পায়। এই হত্যাকাণ্ডের বিষয়ে এখনও কোন মামলা রুজু করা হয়নি।
বাংলাধারা/এফএস/এমঅর