spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৭ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামনগরীতে ইস্পাত কারখানার গলিত লোহায় ৩ শ্রমিক দগ্ধ

নগরীতে ইস্পাত কারখানার গলিত লোহায় ৩ শ্রমিক দগ্ধ

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর বায়েজিদে স্টিল কারখানায় গলিত লোহা ছিটকে শরীরে পড়ে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার ( ৮ মে ) রাত সাড়ে ১২টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন ষোলশহর রুবি গেট এলাকায় বেঞ্চ স্টিল কারখানায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন- মো. বেলাল (৫০), মো. সুলতান (৩৫) ও নোমান (২৪)। তাদের শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, রাতে কারখানায় কাজ করার সময় গলিত লোহা ছিটকে পড়ে তিনজন দগ্ধ হন। তাদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে। তবে তারা আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে ছেড়ে দেয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ