spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ১১ জুন ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামমহেশখালীতে বাবার ছোঁড়া ছুরির আঘাতে শিশু সন্তানের মৃত্যু!

মহেশখালীতে বাবার ছোঁড়া ছুরির আঘাতে শিশু সন্তানের মৃত্যু!

spot_img

কক্সবাজার প্রতিনিধি »

ইফতার নিয়ে বাবা আর ছেলেদের মধ্যে হট্টগোলের এক পর্যায়ে বড় ছেলের দিকে ছুঁড়ে মারা ছোরার আঘাতে আহত হয়ে ছোট ছেলের মৃত্যু হয়েছে ।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় মহেশখালী উপজেলার কুতুবজুমের ঘটিভাঙ্গা আশ্রয়ন প্রকল্পের ব্যারাকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। নিহত শিশু সিজান মনির (৫) ২নং ব্যারেকের ২২ নং কক্ষের বাসিন্দা আনছারুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, ২নং ব্যারেকের ২২ নং কক্ষে থাকেন আনছারুল হকের ৫ সদস্যদের পরিবার। ৩ ছেলে ১ মেয়ে নিয়ে পরিবারটির বাস। শুক্রবার ইফতার সামগ্রী কাটতে বসেন বাড়ির কর্তা আনছার । তার সাথে বসেন তিন শিশু সন্তান। সন্ধ্যায় ইফতার খাওয়ার জন্য হট্টগোল করে শিশুরা। এতে বিরক্ত হয়ে বড় ছেলে জিদানকে লক্ষ্য করে হাতে থাকা ছুরি ছুঁড়ে মারেন বাবা আনছার। ভয়ে বড় ছেলে পালিয়ে গেলে তার জায়গায় থাকা বাড়ির ছোট ছেলে সিজান মনিরের (৫) বুকের বাম পাশে ছুরাটি লেগে গুরুতর আহত হয়।

প্রত্যন্ত অঞ্চল হওয়ায় তাকে নিয়ে হাসপাতালে আসতে রাত সাড়ে ৯টা পর্যন্ত সময় লাগে মা রোজিনা বেগমের। মহেশখালী উপজেলা হাসপাতালের ডা. মাহাফুজ আহমদ রাত ১০টায় শিশুটিকে মৃত্য ঘোষনা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর হতে পিতা পলাতক রয়েছে।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, খবর পেয়ে এস আই ইমাম হোসেন ঘটনাস্থল পরির্দশন করে ছোরাটি উদ্ধার করে শিশুটির ময়না তদন্তের জন্য সদরে প্রেরণের উদ্যোগ নিচ্ছেন বলে জানান ওসি। লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা হবে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ