বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী পৌরসভার বিভিন্ন হোটেল ভ্রাম্যমান আদালতের বাজার মনিটরিং এর সময় চৌধুরী হোটেলে প্রবেশ করা মাত্রই কর্মচারীরা তাড়াহুড়ো করে কিছু জিনিস পত্র বাইরে ডাস্টবিন এ ফেলে দেন। ডাস্টবিন থেকে সেগুলো সংগ্রহ করলে দেখা যায় সেখানে এমোনিয়া,সোডা,লাল রঙ এবং পোড়া তেল ছিল।
শনিবার (১১ মে) সকাল সাড়ে ১২ টা থেকে পৌণে ২ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে বলেন, গতকাল ব্যবসায়ীদেরকে ইফতার সামগ্রীতে রঙ ব্যবহার না করার অনুরোধ জানিয়েছিলাম। অথচ প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা নতুন কায়দা প্রয়োগ করছেন। ভ্রাম্যমাণ আদালতের চোখ এড়াতে কর্ন ফ্লাওয়ারের কৌটায় হয় ক্ষতিকর রং ভরে সেগুলো ব্যবহার করছিলেন তারা। এ অপরাধে হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি