spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
রবিবার, ১১ জুন ২০২৩
প্রচ্ছদজাতীয়তীব্র দাবদাহে অতীষ্ঠ জনজীবন

তীব্র দাবদাহে অতীষ্ঠ জনজীবন

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন।নেই বাতাস, নেই বৃষ্টি, ঘরের বৈদ্যুতিক পাখার বাতাস যেন লু-হাওয়া। রমজানে মাসে বাইরের আবস্থা তো আরও ভয়াবহ, রোদের তাপ, আর গরমে শ্রমজীবি মানুষদের যেন নিস্তার নেই। ঘেমে নেয়ে একাকার, যেন নাভিশ্বাস উঠছে রাজধানীবাসীর। শুধু যে কেবল ঢাকায় এ অবস্থা তা কিন্ত নয়, সারা দেশের বিভিন্ন স্থানে প্রায় একই অবস্থা বিরাজ করছে।

আগামী সোমবারের আগে দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। এই গরম আরো দু’দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ইট-কাঠের শহরের দুর্ভোগ যেনো আরো কয়েকগুণ। গত কয়েকদিনের প্রচণ্ড গরমে ওষ্ঠাগত নগর জীবন। শহরের বিভিন্ন এলাকায় রাস্তা কাটার জন্য তীব্র যানজট গরমের তাপমাত্রা যেন আরো বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি শহুরে জীবনে পানি সংকট আর লোডশেডিংতো আছেই।

এদিকে প্রচণ্ড দাবদাহে অসুস্থ হয়ে পড়ছে শিশু থেকে শুরু করে বয়স্করা। অভিভাবকরা বলেন, বাচ্চাদের এমনি গরম বেশি, গরমের দিন বাচ্চারা আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে।

আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ হয়ে এখন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ লঘুচাপের প্রভাবেই সোমবার থেকে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, গত ৬ তারিখ থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হয়েছে। এই তাপপ্রবাহ আরো দুইদিন থাকবে, এরপর তাপপ্রবাহ কমে আসবে। ১৩ তারিখ থেকে আমরা আশা করছি বৃষ্টি শুরু হবে।

এদিকে, সারা দেশের বিভিন্ন জায়গায় কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এর আগে ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছিল। এরপরই ওই সব স্থানে তাপপ্রবাহ কমে যায়। তবে এরপর আবারও বেড়ে যায় গরম। তীব্র গরমে দেশের কয়েকটি জায়গায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁইছুঁই।

মানুষ খাবার পানির চাহিদায় রাস্তার পাশে দূষিত পানি ও শরবত পান করতে বাধ্য হচ্ছেন। এর ফলে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এ জন্যই সামান্য বৃষ্টির প্রয়োজন নগরবাসীর।

জানা গেছে, সবচেয়ে বেশি গরম পড়েছে রাজশাহী, খুলনা এবং ঢাকায়। দেশের বিভিন্ন স্থানে গরমের তীব্রতা বেশি হওয়ায় শীতল হচ্ছে না প্রকৃতি। বরং ভ্যাপসা গরমে আরও অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে ঢাকাসহ সারা দেশে এরই মধ্যে দেখা দিয়েছে তীব্র পানি ও বিদ্যুৎ সংকট।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ